Monthly Archives: মে 2014

আমরা সবাই কিন্তু মা কে ভালোবাসিনা

আমরা সবাই কিন্তু মাকে ভালোবাসিনা। হ্যা আমরা সবাই কিন্তু মাকে ভালোবাসিনা। আপনি আপনার আশেপাশে খেয়াল করলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। অনেকেই তার মাকে পর্যাপ্ত সম্মান টুকু দেয় না। কোনো তুচ্ছ ঘটনা নিয়েও মা কে গালাগাল করা এমন কি গায়ে হাত তোলার মত ঘটনাও ঘটে। পরিবারের আদুরে মেয়েটি মাঝে মাঝেই মায়ের সাথে উচু গলায় কথা বলে যা মায়ের মন কে কাদিয়ে দেয়। Read the rest of this entry

১৮+ হয়েই গেলাম

ইয়াপ্পি…
১৮+ হইয়া গেছিগা। এখন আমারে ঠেকায় ক্যাডা? সবকিছু উড়াইয়া দিমু।
রেড এ্যালার্ট… রেড এ্যালার্ট… রেড এ্যালার্ট…

১০ই মে ছিল আমার জন্মদিন।

কিছু ক্ষেত্রে রিয়েল লাইফের তুলনায় ভার্চুয়াল লাইফ টা বেশি উপভোগ্য হয়। তা বোঝা যায় জন্মদিন এলে। এত্ত এত্ত উইশ সত্যিই খুবই ভালো লাগে। Read the rest of this entry

জ্বীনের বাদশা ও আমি (রম্য)

গতকাল রাতে আমাকে জ্বীনের বাদশা ফোন দিয়েছিল। ফোন দিয়ে লম্বা একটা সালাম সহ বলে,

“আমি জ্বীনের বাদশা বলছি। তুই খুব ভাগ্যবান। তুই যদি একটা আমল করিস ও এক লক্ষ টাকা বিকাশ করিস তবে তোর ঘরে একটা ভালো জ্বীন নামবে। জ্বীন নামাতে হলে অবশ্যই আমল টা করা লাগবে নয়তো তোর ক্ষতি হবে।”

এই টাইপের কিছু একটা বলছিল। আমি কইলাম, “আইচ্ছা ভাই টাকা পাঠায়া দিমুনে, আপনি জ্বীন রে পেলেনের টিকিট কাইটা দেন আমি ডাউনলোড কইরা নিমুনে।” Read the rest of this entry

বাণীসমগ্র-২

১) মশা নাকি শুধু ভালো মানুষদের কামড়ায়, ভালো মানুষদের খুজে পাওয়া কষ্টকর্। তারা আমাকে,খুজে পায় কিভাবে? 😛

২) পরকীয়া নিপাত যাক, ভালোবাসা বেচে থাক 😛

৩) চাপাবাজীরও একটা লিমিট আছে, আমি সেই লিমিট মানিনা।

৪) আমি পাকিস্তানের দালাল নই আমি ভারতের দালাল নই, তবে আমি দালাল, বাংলাদেশের দালাল। Read the rest of this entry

বাণী সমগ্র-১

১) মানুষ মরে গেলে পঁচে যায়। বেচে থাকলে গুম হয়। কারনে অকারনে গুম হয়, সকালে বিকালে গুম হয়।

২) প্রত্যেক টা মানুষই মেধাবী। কেউ পড়াশোনা তে মেধা খাটায় কেউ আকাম করার জন্য খাটায়। সে যে কাজই করুক না কেন মেধা কিন্তু সে ঠিকই খাটায়।

৩) পরীক্ষার আগে আর রমজান মাসে বেশিরভাগ পোলাপাইন ধার্মিক হয়ে যায় 😛 Read the rest of this entry