Monthly Archives: মে 2014

আজব প্রশ্নের গজব উত্তর | পর্ব-১১ (রম্য)

প্রশ্ন: প্রেমিকার কলেজের সামনে আপনি কী হাতে নিয়ে দাঁড়িয়ে.থাকেন?

উত্তর: ককটেল। পিকেটিং করি।

প্রশ্ন: ফোন নাম্বারটা দেউ…

উত্তর: খালেদা জিয়ার না হাসিনার?

প্রশ্ন: এক কথায় বিশ্লেষণ করেন – এই গাভি দুধ দেয় না কেন ?

উত্তর: এই গাভির বিয়ে হয়নি। এখনো কুমারী। Read the rest of this entry

ধর্ম কে গালি দিয়ে নিজের চামড়ায় তৈলমর্দন আশা করবে, তা কি হয় বাছাধন?

সচরাচর এমন কিছু ছাত্রকে দেখা যায় যারা মোটামুটি মানের ভালো তবে একটু বেশি বোঝে।
   এই যেমন ম্যাথ কিংবা ফিজিক্সের জটিল টাইপ কোনো অংক তাকে দেয়া হল, সে কিছুক্ষন মেলানোর চেষ্টা করে ব্যর্থ হল। তারপর ঘোষনা দিয়ে দেবে, “আরে ধুর এই অংকে ভুল আছে। কি বালের প্রশ্ন বানাইছে যে ভুল ভাল অংক দেয়।” Read the rest of this entry

কিছু ক্ষুদ্র জোকস (রম্য)

১|
বল্টু ঝকমকা ড্রেস পইরা কলেজের বারান্দা দিয়া ক্লাসে যাইতাছে। পাশে একটা সুন্দরী মাইয়াও বল্টুর ঝকমকা ড্রেস দেখতে দেখতে যাইতাছে।

বল্টু মাইয়ারে কয়,
-তেলাপোকা তেলাপোকা তেলাপোকা……

মাইয়া বল্টুরে কয়,
-তুই তুই তুই……… Read the rest of this entry

আমি শুধু চেয়েছি তোমায় | যৌথ প্রযোজনার ভারতীয় সিনেমা (মুভি রিভিউ)

হলে ঢুকেই লম্বা লাইন দেখে কিছুটা অবাক হলাম। কোনো সিনেমা মুক্তির তৃতীয়-চতুর্থ দিনে এমন লম্বা লাইন দেখা যায়না। ব্যলকনি তে গিয়েই দেখি প্রায় সব সিটই দখল হয়ে গেছে। মহিলা দর্শকের সংখ্যা অন্য সিনেমার তুলনায় অনেক বেশি। এদিক ওদিক তাকিয়ে ফ্যানের নিচে একটি সিটে গিয়ে বসলাম। সিনেমা শুরু হতে হতে আরেকটা মেয়ে এসে বামপাশের সিটে বসল।

image

উল্লেখ্য গত ১৬ই মে বাংলাদেশ ও ভারতে একযোগে মুক্তি পেয়েছে অঙ্কুশ ও শুভশ্রী অভিনীত “আমি শুধু চেয়েছি তোমায়”, সিনেমায় এপার বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র মিশা সওদাগর। Read the rest of this entry

বাণীসমগ্র -৩

১) একটা সময় কিছু মানুষ খুব বেশি আত্মকেন্দ্রিক হয়ে যায়। তার আত্মকেন্দ্রিকতায় সে নিজে যাই কষ্ট পাক, যাদের মনে জায়গা করে নিয়েছিল তারাই বেশি কষ্ট পায়।

২) আপনি চরম লেভেলের ভাগ্যবান না হয়ে যদি মোটামুটি ভাগ্যবান হোন তবে মেয়েরা আপনার উপর ক্রাশ খাবে, ইশারা ইঙ্গিতে আপনার প্রতি তার দূর্বলতা, ভালোবাসা, অধিকার প্রকাশ করবে। বাকি কাজ টুকু আপনাকেই করে নিতে হবে। Read the rest of this entry

আমি শুধু চেয়েছি তোমায় যৌথ প্রযোজনার নামে ভন্ডামি

আমাদের সামনের দিন গুলো খুব খারাপ। “আমি শুধু চেয়েছি তোমায়” এটা যৌথ প্রযোজনার নামে ভন্ডামি ছাড়া কিছুই নয়। প্রধান চরিত্রে নেই এতে কোনো বাংলাদেশি অভিনেতা । আগামী কাল বাংলাদেশে মুক্তি পাচ্ছে অঙ্কুশ ও শুভশ্রী অভিনীত সিনেমা “আমি শুধু চেয়েছি তোমায়” । এই সিনেমা টা বাংলাদেশে চললে পুরো লাভ টা ভারতীয় দের হবে। একমাত্র হৃদয় খানের কম্পোজিশন ছাড়া সিনেমাটিতে কি “বাংলাদেশিত্ব” আছে জানা নেই। আসলেই কোনো বাংলাদেশিত্ব নেই।
Read the rest of this entry